উন্নয়ন খাতের বরাদ্দে সেবাদানের পদ্ধতি
উন্নয়ন খাতের বরাদ্দে সেবাদানের পদ্ধতি:
জেলা পরিষদের সেবা পাওয়ার পদ্ধতি:
- জেলা পরিষদের যে কোন সেবা পেতে প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করতে হয়।
- আবেদন পত্র জেলা পরিষদ কার্যালয়ে জমা দিলে আবেদনপত্র গ্রহণকারী কর্মচারী সংশ্লিষ্ট আবেদনপত্রে একটি রেজিঃ নম্বর প্রদান করেন এবং আবেদনপত্রটি সেদিনই প্রধান নির্বাহী কর্মকর্তা এর নিকট পেশ করেন।
- আবেদনপত্রটি প্রধান নির্বাহী কর্মকর্তা এর নিকট পৌঁছাঁলে তিনি আবেদনপত্রের উপর নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট ডিলিং এ্যাসিস্টেন্ট এর নিকট প্রেরণ করেন
- ডিলিং এ্যাসিস্টেন্ট আবেদনপত্রটি সংশ্লিষ্ট নথিতে উপস্থাপন করে প্রধান নির্বাহী কর্মকর্তার মাধ্যমে চেয়ারম্যান এর কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট আবেদনকারীকে লিখিত অথবা মৌখিকভাবে অবহিত করেন
- যদি আবেদনের বিষয়ে জেলা পরিষদের সিদ্ধান্তের প্রয়োজন হয় তাহলে আবেদনকারীর আবেদনের তারিখের পরে অনুষ্ঠিতব্য জেলা পরিষদের সভার তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয়। জেলা পরিষদের সভা অনুষ্ঠিত হওয়ার পর পরই সভার সিদ্ধান্ত অনুসারে সংশ্লিষ্ট আবেদনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে আবেদনকারীকে অবহিত করা হয়ে থাকে
পুকুর/বদ্ধ জলাশয় ইজারার পদ্ধতি:
- এ জেলা পরিষদের ৭০ টি পুকুর ও বদ্ধ জলাশয় প্রতি ৩ বছর অন্তর অন্তর ইজারা প্রদান করা হয়
- অর্থ বছরের শুরুর ২ মাস পূর্বে পরবর্তী তিনটি অর্থ বছরের জন্য ইজারা কার্যক্রম শুরু এবং জুলাই মাস শুরুর পূর্বে ইজারা কার্যক্রম শেষ হয়
ডাকবাংলোর সেবা গ্রহণের পদ্ধতি:
- রাজবাড়ী জেলা পরিষদের মালিকানাধীন ৪টি উপজেলা সদরে ০১টি করে মোট ০৪ টি ডাকবাংলোতে ও দৌলতদিয়া ভিআইপি রেস্ট হাউজে কক্ষ খালি থাকা সাপেক্ষে ভাড়া প্রদানের ভিত্তিতে সরকারী কর্মকর্তা/কর্মচারী ও বেসরকারী লোকজন সাময়িক ভিত্তিতে অবস্থান করতে পারেন। ডাকবাংলোর কক্ষভেদে ভাড়া নির্ধারিত আছে
- সংশ্লি ষ্ট উপজেলা নির্বাহী অফিসারের সাথে এ বিষয়ে যোগাযোগ করতে হয়
উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের নিয়ম:
- এলাকার উন্নয়নমূলক প্রকল্প গ্রহণের জন্য জাতীয় সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ডের জেলা পরিষদের সদস্যগণের সাথে যোগাযোগ করতে হয়
- বরাদ্দ সাপেক্ষে জেলা পরিষদের সভায় উনড়বয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়
- স্থানীয় সরকার বিভাগ কর্তৃক এ প্রকল্পসমূহ অনুমোদন প্রদান করা হয়।
- অনুমোদিত প্রকল্প পরিষদের কারিগরি শাখার মাধ্যমে ই-টেন্ডার বা পিআইসির মাধ্যমে বাস্তবায়িত হয়
জেলা পরিষদ পরিচালনা ও কার্যক্রমের আইনী ভিত্তি:
জেলা পরিষদ আইন ২০০০, স্থানীয় সরকার বিভাগের জারীকৃত পরিপত্র, সরকারি আদেশ, বিধি এবং জেলা পরিষদের সভায় গৃহীত
সিদ্ধান্তের আলোকে জেলা পরিষদের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়।