জেলা পরিষদ গঠনের পটভূমি: মূলত: ১৮৭১ খ্রিস্টাব্দ সনে গঠিত জেলা সড়ক সেস কমিটিই এ দেশের জেলা পর্যায়ের স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। অতঃপর ১৮৮৫ সনের বেঙ্গল লোকাল সেল্ফ গভর্নমেন্ট অ্যাক্টে জেলাসমূহে ডিস্ট্রিক্ট বোর্ড গঠিত হয়। পরবর্তীতে ১৯৫৯ সনের মৌলিক গণতন্ত্র আইনে প্রতিষ্ঠিত হয় জেলা কাউন্সিল। স্বাধীনতার পরে এটির নাম হয় জেলা বোর্ড। পরবর্তীতে ১৯৭৬ খ্রিস্টাব্দ সনের স্থানীয় সরকার অধ্যাদেশ বলে এই প্রতিষ্ঠানটির নাম হয় জেলা পরিষদ। বর্তমানে এই স্থানীয় সরকার সংস্থাটি জেলা পরিষদ আইন-২০০০ এর আওতায় পরিচালিত হচ্ছে। স্থানীয় সরকারের জেলা পর্যায়ের সর্বোচ্চ স্তরের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান উন্নয়ন ও জনসেবার জন্য জনসাধারণের কাছে সমধিক পরিচিত।